নিজস্ব প্রতিবেদক:: শেষের পথে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার। টি-২০ দলের শুধু নেতৃত্বই হারাননি, সঙ্গে দলেও জায়গা হারিয়েছেন। সেই সঙ্গে বিসিবি মুশফিুকর রহিমকেও জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ দিয়েছে। আলোচনা-সমালোচনা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে অবশেষে।
সপ্তাহ দুই থেকেই দেশের ক্রিকেটাঙ্গণে আলোচনা ছিলো মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারাচ্ছেন টি-২০ দল থেকে। সেই সঙ্গে টি-২০ থেকেই তাকে বিদায় দিচ্ছে বিসিবি। অবশেষে সেটাই হলো। নেতৃত্বের সঙ্গে দলের জায়গাও হারালেন এই সিনিয়র ক্রিকেটার। জিম্বাবুয়ে সফরে যেতে চাইলেও মুশফিকুর রহিমকে আপাতত দলে নিলো না বিসিবি।
জাতীয় দলের দুই ভায়রা ভাই হিসেবে পরিচিত সিনিয়র এ দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার মতো ‘কঠীন’ সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়ন করলো বোর্ড। তবে জিম্বাবুয়ে সিরিজের পরেই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের ফেরার সম্ভাবনা ক্ষীন।
বাংলাদেশ টি-২০ দলের পারফরম্যান্স ক্রমেই ছিলো নিম্নগামী। সেই সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন ফর্মহীন। ব্যাট হাতে যেমন নেতৃত্ব দিতে পারছিলেন না দলকে, মাঠেও তার নেতৃত্ব ছিলো প্রশ্নবিদ্ধ, ভুলে ভরা। এসব নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিলো। সব কিছুরই ইতি টেনে দিলো বিসিবি।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে ও তিনটি করে টি-২০ ম্যাচ খেলবে। অবশ্য ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। সাকিব আল হাসান না যাওয়াতে তুরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান নেতৃত্ব দেবেন টি-২০ দলকে। ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালতো আছেনই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল::
নুরুল হাসান সোহান, (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও পারভেজ হোসেন ইমন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০