স্পোর্টস ডেস্ক:: সরকার পতনের কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই সাকিব ছিলেন ‘নিরব’ ভূমিকায়। আন্দোলনকারী ছাত্রদের পক্ষে একটি শব্দও খরচ করননি তিনি। সামাজাকি যোগাযোগ মাধ্যমেও ছিলেন অনেকটা ‘নিরুদ্দেশ’। ১৪ জুলাই তার অফিসিয়াল ফেসবুক পেজে সবশেষ পোস্ট দেন। একটি মোবাইল কোম্পানীল বিজ্ঞাপনী পোস্ট ছিলো সেটি।
এরপর কোটা বিরোধী আন্দোলন জোরদার হয়, অনেক ছাত্র রক্তাক্ত হতে থাকেন। নিহত হন অনেকে। সাকিব ছিলেন একেবারেই নিরব। শেষ পর্যন্ত এই আন্দোলনে সরকারের পতন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব নিরব থাকায় এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘নিরব’ থাকেন সাকিব। কোনো ব্যবসায়ীক পোস্টও দেননি। অবশেষে সেই নিরবতা ভাঙলনে তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ফেসবুকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচের ম্যাচ জয়ী শেষ রানটি এসেছে তার ব্যাট থেকেই।
পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে সাকিব ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০