নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচে লড়ছে বাংলাদেশ ও উইন্ডিজ ‘এ’ দল। মঙ্গলবার সকালে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধীরে-স্থিরভাবেই ব্যাটিং করছিল অতিথিরা। শুরুর দিকে বাংলাদেশের দুই পেসার মুশফিক হাসান ও রিপন মণ্ডল চাপে রাখার চেষ্টা করলেও, উইন্ডিজের দুই ওপেনার ত্যাজনারায়ণ চন্দরপল ও ক্রিক ম্যাকেঞ্জি ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেন।
দুজনের জুটি রান বাড়িয়েই যাচ্ছিল। বিশেষ করে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ক্রিক ম্যাকেঞ্জি। এই বাঁহাতি ওপেনার ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে বেশ ভালোভাবেই ছিলেন। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেননি সাইফ হাসান। ক্রমেই আক্রমণাত্বক হয়ে উঠা ম্যাকেঞ্জিকে ফিরিয়ে অবশেষে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এই স্পিনার। লং অফে নাঈম হাসানের হাতে ম্যাকেঞ্জিকে ক্যাচ দিতে বাধ্য করেন।
১৩০ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় ম্যাকেঞ্জির বিদায়ে। ব্যক্তিগত ৮৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি। ১২৪ বলের ইনিংসে ১১ বাউন্ডারি ও ১ ছয় হাঁকিয়েছেন ম্যাকেঞ্জি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সবশেষ সংগ্রহ ৪০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান। ত্যাজনারায়ণ চন্দরপল ৪৩ রানে অপরাজিত আছেন। উইকেটে এসেছেন এখন রেইমন রেইফার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা