অবশেষে বাংলাদেশ একাদশ থেকে বাদ মুস্তাফিজুর রহমান

0
85

স্পোর্টস ডেস্ক:: তার বোলিং নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিলো। প্রশ্ন উঠছিলো জাতীয় দলের প্রতি নিবেদন নিয়েও। সেই মুস্তাফিজুর রহমানকে এবার সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হলো।

বাংলাদেশ দল একাদশে মুস্তাফিজের পরিবর্তে এবাদত হোসেনকে নিয়েছে। দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। নুরুর হাসান সোহানের দলকে আগে ব্যাটিং করতে হবে।

দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আরব-আমিরাত সফর করছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে শেষ মূহুর্তের প্রস্তুুতি নিতেই দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ছিলো বোর্ডের। এরপরই স্বাগতিকরা সিরিজ খেলার প্রস্তাব দেয়।

প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে লিড নিয়েছে। আজকের ম্যাচ জিতলেই সংযুক্ত আরব-আমিরাতকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। প্রথম ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ ৫ উইকেটে ১৫৮ রান করেছিলো। স্বাগতিকরা ১৫১ রানে অলআউট হয়েছিলো।

বাংলাদেশ একাদশ:: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমদ ও এবাদত হোসেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here