স্পোর্টস ডেস্ক:: বাবর আজম। পাকিস্তান ক্রিকেটের বড় তারকা। বড় নাম। দীর্ঘ দিন থেকে রানে নেই। তবুও দলে ছিলেন তিনি।অবশেষে দল থেকে বাদ পড়েছেন বাবর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। সেই দলে জায়গা হয়নি বাবর আজমের। তাকে ছাড়াই খেলতে নামবে স্বাগতিকরা।
প্রায় বছর তিনেক থেকে বাবর আজমের ব্যাটে রানের দেখা মিলছে না। করতে পারেননি একটি হাফ সেঞ্চুরিও। সেঞ্চুরিতো নেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও হেরেছে। এমন হারের পর বাবর আজমকে নিয়ে প্রশ্ন উঠে। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই দল দিলেন নির্বাচকেরা।
গত শুক্রবার এই লজ্জাজনক পরাজয়ের পর কয়েক ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করেন পাকিস্তানের জাতীয় দলের নির্বাচকরা।শনিবারও বৈঠক করেন তারা। দ্বিতীয় দিনের বৈঠকে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মাহসিন নকভি, কোচ জেসন গিলেসপি এবং আধিনায়ক মাসুদও।
বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে দলটির কোচ বাবর আজমকে নিয়ে হতাশার কথা জানান। প্রত্যাশা মতো পারফরম্যান্স নেই বাবরের সেটি স্পস্ট করে দেন তিনি। এরপরই বোর্ডের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বাবরের নাম কাটা পড়ে দল থেকে। আজ রোববার সেই দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকেরা।
দল থেকে বাদ পড়লেও অধিনায়ক শান মাসুদকে পাশে পান বাবর। তিনি বড় হারের পর বাবরের পাশে দাঁড়িয়ে ছিলেন। বলেছিলেন বাবরই পাকিস্তানের সেরা ব্যাটার। তবে তাতে খুব একটা কাজ হয়নি। শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন তিনি।
পাকিস্তান দল:: শান মাসুদ, সাউদ শাকিল, আমির জামাল, আব্দুল্লা শফিক, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মেহরনা মোমতাজ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী, সিয়াম আয়ুব, সাজিদ খান, সালমান আলী আজহা, জাহিদ মোহাম্মদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০