অবশেষে বার্সায় আসছেন লেভানডফস্কি

0
26

স্পোর্টস ডেস্কঃ অনেক জলঘোলা আর নাটকীয়তার পর অবশেষে বার্সেলোনায় আসছেন রবার্ট লেভানডফস্কি। সবকিছুই এখন চূড়ান্ত। শুধুমাত্র বার্সায় এসে ক্লাবের সাথে আনুষ্ঠানিক চুক্তি করাটাই এখন কেবল বাকি।

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই যেকোনো মূল্যে বায়ার্ন মিউনিখ ছাড়তে চান রবার্ট লেভানডফস্কি। দুই পক্ষের মাঝে তিক্ততার খবর পুরোনো হয়ে গেছে। ভবিষ্যত গন্তব্য হিসেবে জোরেশোরে আলোচনায় আসে বার্সেলোনার নাম। কিন্তু সমস্যাটা তৈরি করে রাখে বায়ার্ন। কোনোমতেই এই ফরোয়ার্ডকে ছাড়তে চায় না দলটি।

এক প্রকার জোর করেই ক্লাবে রেখে দেওয়ার পক্ষে ছিল তারা। আর যদি ছাড়তেই হয়, তাহলে মোটা অঙ্কের অর্থ দাবি ছিল তাদের। ৫০ মিলিয়ন ইউরো পেলেই নাকি এই তারকা ফুটবলারকে ছেড়ে দিবে বাভারিয়ানরা। তবে এতো অর্থ দিয়ে পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে রাজি ছিল না কাতালান ক্লাবটি।

এর মাঝে বিভিন্ন অফার দেওয়া-নেওয়া, লেভানডফস্কির সাথে বার্সা কর্তাদের সাক্ষাৎ, কোচ জাভির সাক্ষাৎ চলছিলই। শেষ পর্যন্ত লেভানডফস্কিকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বায়ার্ন ও বার্সা। সম্পূর্ণ অর্থ না দিলেও, ৫০ মিলিয়ন ইউরোর অনেকটা কাছাকাছি পরিমাণ অর্থ দিয়েই বায়ার্ন থেকে লেভাকে উড়িয়ে আনতে যাচ্ছে বার্সা শিবির।

ইতিমধ্যেই বায়ার্ন মিউনিখে ফেয়ারওয়েল নিয়ে ফেলেছেন লেভানডফস্কি। কোচ ও অন্যান্য ফুটবলারদের সাথে বিদায় নিয়ে ফেলেছেন। এবার রওনা দেবেন নতুন ক্লাব বার্সেলোনার উদ্দেশ্যে। গুঞ্জন অনুযায়ী আপাতত তিন বছরের জন্য কাতালান ক্লাবের সাথে চুক্তি করতে যাচ্ছেন এই তারকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here