স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিগ ব্যাশেও রিভিউ চালু করলো। ডিসিশন রিভিউ সিস্টেম এতোদিন ছিলো না বিগ ব্যাশে। আয়োজকেরা এবার রিভিউ যোগ করেছেন, সঙ্গে আরো অনেক নিয়ম বদলেছেন বিগ ব্যাশের।
বিগ ব্যাশের সামনের আসরেই দেখা যাবে এসব নতুন নিয়ম কার্যকর হতে। ব্যাশ বুস্ট ও ওক্স ফ্যাক্টর বাতিল করা হয়েছে। চালু করা হয়েছে নতুন নিয়ম সার্জ । তাছাড়া প্রতি ইনিংসের ৭৯ মিনিটের মধ্যৈই ২০তম ওভারের খেলা শুরু করতে হবে। সবকিছু বিবেচনায় এই সময়ের মধ্যে যা ওভার শেষ হবে, বাকী ওভারগুলোতে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএ জানিয়েছে, রিভিউয়ের ক্ষেত্রে প্রতি দল প্রতি ইনিংসে একটি করে অসফল রিভিউ নেওয়ার সুযোগ পাবে। সফল রিভিউ যতবার ইচ্ছে নেওয়া যাবে। আম্পায়ার্স কল এলে সেই রিভিউও থাকবে।
সার্জ নিয়মে পাওযাল প্লে’র ছয় ওভার দুই ভাগ করে দেওয়া হবে। শুরুতে চার ওভার। ব্যাটিং দল বাকী দুই ওভার নিতে পারবে নিজেদের চয়েজ মতো, শেষ দশ ওভারের মধ্য যে কোনো সময়ে। পাওয়ার প্লেতে সীমানায় থাকবেন দু’জন করে ফিল্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০