নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হচ্ছে আজ থেকে। গত বছর বিপিএলে রংপুর রাইডার্সে ভালো খেললেও এ বছর দল পাননি সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী।
তবে বিপিএলের শেষ মুহুর্তে এসে দল পেয়েছেন তিনি। ঢাকা ডায়নামাইটস তাকে দলে ভিড়িয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এসএনপিস্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন রাহী।
মুঠোফোন তিনি এসএনপিস্পোর্টসকে বলেন, শেষ মুহুর্তে ঢাকা আমাকে দলে নিয়েছে। খুব ভালো লাগছে। শুক্রবার সকালেই রাহী দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
রাহী সম্প্রিত ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে খেলে ছিলেন। সিলেট বিভাগীয় ক্রিকেট দলের এই সদস্য বাংলাদেশ এ দলেও খেলেছেন।
বিপিএলের চতুর্থ আসরে সিলেটের কোন দল নেই। বিসিবিতে সিলেটের দল কিনেত আগ্রহ দেখায়নি কেউ। ফলে বিপিএলে সিলেটের খেলোয়াড়দের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিলো। মাত্র হাতেগুণা কয়েকজন খেলোয়াড় বিপিএলে সুযোগ পেয়েছেন।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেললেও দল পান সিলেটের তান্না। শুধু তান্নাই নয়, দল পাননি আরো অনেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০