স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের সেরা বোলার তিনিই। টি-২০ ফরম্যাটে জাতীয দলে বিদায়ী সর্বোচ্ছ উইকেট শিকারের সঙ্গে ছিলেন দারুণ ইমপ্যাক্টের। কিন্তুু সেই রিশাদই বিপিএলের একাদশে সুযোগ পাচ্ছিলেন না। বিপিএল শুরু করে ফরচুন বরিশালের সাইড বেঞ্চে বসে বসে।
গত এক বছরে রিশাদ শিকার করেছেন ৩৫টি উইকেট। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সেরা বোলার। সেই তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থেকেছেন উপেক্ষিত। ফরচুন বরিশালের চার ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচ খেলতে পেরেছেন এখন পর্যন্ত। সিলেটের বিপক্ষে করেছেন দারুণ বোলিং। চার ওভারে এক মেডেনে ১৫ রানে তিন উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। সিলেটকে আটকে দেওয়ার কারিগর।
রিশাদ পড়ে গেছেন বিপিএলের তারকা বহুল দল ফরচুন বরিশালে। তামিম, মুশফিক-মাহমুদউল্লাদের দলে আছেন শাহীন আফ্রিদীর মতো তারকা ক্রিকেটাররা। স্পিনে রিশাদের সঙ্গী তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী। প্রথম দুই ম্যাচে তানভীর-নবীর কারণে একাদশে সুযোগই মিলেনি তার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষে রিশাদও বলেন টিম কম্বিনেশনের কারণেই দলে জায়গা পাচ্ছেন না। তিনি বলেন, ‘টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে।’
অথচ রিশাদ ভালো ব্যাটিংও পারেন। শেষ দিকে রান তুলতে পারেন দ্রুত। সেটি বিবেচনায় নেয়নি ফরচুন বরিশাল। তাই আবারো বিপিএল ঢাকা ফিরলে বাদ পড়তে পারেন তিনি। এনিয়ে রিশাদ বলেন, ‘প্রতিদিন চিন্তা থাকে খেলার জন্য। দলের কম্বিনেশনের কারণে না খেলালে, সেটা তো আমার হাতে না। নিজে প্রস্তুতি থাকি খেলার জন্য।’
বিপিএলের জন্য অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে যেতে পারছেন না রিশাদ। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছিলেন তিনি। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। তিনি বলেন ‘আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়েই কাজ করতে চাই, বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না। পরে হবে, ইনশা আল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০