স্পোর্টস ডেস্কঃ অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুয়ার খুলেছে সন্দ্বীপ লামিচানের। এই লেগ স্পিনারকে খেলতে পাঠিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। তবে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। দলের সাথে তিনি ওয়েস্ট ইন্ডিজের অংশে যোগ দেবেন। যেখানে নেপাল দুটি ম্যাচ খেলবে। একটি বাংলাদেশ ও অপরটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
লামিচানেকে বিশ্বকাপে পাঠানোর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
বিশ্বকাপের শুরুতে নেপালের প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে ধর্ষণ মামলায় দণ্ডিত হওয়া এবং পরবর্তীতে সেটি থেকে খালাস পাওয়া লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলেও, লামিচানেকে ভিসা দেয়নি দেশটি। তাই নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে আমেরিকার মাটিতে খেলা হয়নি লামিচানের। তবে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ ছিল ২৫ মে। এর আগে ১৫ মে নেপালের আদালত লামিচানেকে ধর্ষণ মামলায় খালাস দেয়। আইসিসির কাছে লামিচানেকে নিয়েই দল দেয় নেপাল। তবে ভিসা না পাওয়ায় যেতে পারেননি তিনি। তবে আইসিসির সহযোগীতা নিয়েই ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দেবেন এবার লামিচানে। তিনি দলের ট্র্যাভেলিং রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা প্রতিশ জিসির স্থলাভিষিক্ত হবেন।
এবারের বিশ্বকাপে নেপাল তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে। দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে, ফ্লোরিডায়। ১৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচ ১৭ জুন। দুটি ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post