নিজস্ব প্রতিবেদক:: অবশেষে বিসিবির নজরে পড়লেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দলে নেওয়া না নেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদ সংক্ষিপ্ত ফরম্যাটেও হারিয়ে ছিলেন নিজের জায়গা।
বিসিবির নির্বাচকেরা সবশেষ সিরিজ গুলোতে দলে রাখেননি এই ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে তাকে দলে নেওয়ার দাবিও উঠছে বেশ। এবার ক্রিকেট বোর্ড তাই বিশ্বকাপ প্রস্তুুতির মঞ্চ এশিয়া কাপের দলে নিলো এই ক্রিকেটারকে।
চলতি বছরের মার্চের শুরুতে সবশেষ ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ওই ম্যাচের পর দল থেকে বাদ পড়েন তিনি। এরপর বাংলাদেশ একাধিক সিরিজ খেললেও সুযোগ মিলেনি তার। ২০২১ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার ২০২২ সালে খেলেছেন সবশেষ টি-২০ ম্যাচও।
সোমবার এশিয়া কাপের প্রস্তুুতি ক্যাম্পের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে আছেন মাহমুদউল্লাহ। প্রাথমিক ক্যাম্পে ফিরেছেন সৌম্য সরকারও।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার:
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post