নিজস্ব প্রতিবেদকঃ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে বোর্ড মিটিংয়ে থাকা বিসিবির এক পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন পাপন।
২০১৩ সালের অক্টোবরে পাপন হন নির্বাচিত সভাপতি। সেই থেকে তিন মেয়াদে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল তাঁর পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন পাপন। এদিকে বিসিবির আজকের জরুরী সভায় যোগ দিয়েছেন ফারুক আহমেদ।
একইসঙ্গে দেখা গিয়েছে নাজমুল আবেদিন ফাহিমকেও। এ ছাড়া কাজী ইনাম, মাহবুব আনামকেও দেখা গেছে। আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও যোগ দিয়েছেন বৈঠকে। বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মাঝে আরও উপস্থিত আছেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরি।
আজ নতুন বোর্ড সভাপতির নাম ঘোষণা এসেছে। পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। ৫৮ বছর বয়সী ফারুক আহমেদ বাংলাদেশের পক্ষে ৭ টি ওয়ানডে খেলেছেন। ২০০৩ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হিসাবে কাজ করা ফারুক আহমেদ ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন। তবে ২০১৬ সালে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০