অবশেষে ভারতে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

0
29

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে এসে হারের বৃত্তেই ছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন টেস্টে হেরেছ সফরকারীরা। হেরেছে প্রথম ওয়ানডেতেও। এবার জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিতেছে নিউজিল্যান্ড। এটিই ভারত সফরে দলটির প্রথম জয়।

স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কিউইরা জিতেছে ৬ রানের ব্যবধানে। ফলে, তিন টেস্ট আর প্রথম ওয়ানডে হারের পর এবারই প্রথম চলতি সফরে জয়ের দেখা পেলো কিউরা। সেই ওয়ানডে সিরিজে  ১-১ এ সমতায় ফিরলো দলটি।

আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ৪৯.৩ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে ভারত তোলে ২৩৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে ওপেনার মার্টিন গাপটিল শূন্য রানে বিদায় নিলেও আরেক ওপেনার টম ল্যাথাম করেন ৪৬ রান। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন করেন ইনিংস সর্বোচ্চ ১১৮ রান। তার ১২৮ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মার।

এছাড়া, রস টেইলর আর কোরি অ্যান্ডারসন প্রত্যেকে ২১ রান করেন। ভারতের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ এবং অমিত মিশ্র।
২৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ১৫ আর আজিঙ্কা রাহানে ২৮ রান করে বিদায় নেন। কোহলির ব্যাট থেকে আসে ৯ রান। ১৯ রান করেন মনিষ পান্ডে। দলপতি ধোনির ব্যাট থেকে আসে ৩৯ রান। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন কেদার যাদভ।

এছাড়া, আকসার প্যাটেল ১৭, হারদিক পান্ডে ৩৬, উমেষ যাদভ ১৮ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট দখল করেন মার্টিন গাপটিল এবং ট্রেন্ট বোল্ট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here