স্পোর্টস ডেস্কঃ সৌরভ গাঙ্গুলিকে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দেখা যাবে না। নতুন সভাপতি হতে চলেছেন ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার রজার বিনি। গাঙ্গুলির স্থলাভিষিক্ত হতে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে তার নাম। এই ব্যাপারে এতদিন চুপচাপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন সৌরভ।
সৌরভ বলেন, ‘আমি একজন প্রশাসক ছিলাম এবার অন্য কোনো দিকে এগিয়ে যেতে হবে। জীবনে যাই করুন না কেন, ভারতের হয়ে খেলার দিনগুলোই সেরা। আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম, বিসিসিআই সভাপতি হয়েছি, ভবিষ্যতে আরও বৃহত্তর দিকে এগিয়ে যেতে পারি।’
সৌরভ আরো বলেন, ‘আপনি যেমন সারাজীবন খেলোয়াড় থাকতে পারেন না, ঠিক তেমনই সারাজীবন প্রশাসকও থাকা যায় না। তবে খেলোয়াড় ও প্রশাসক হিসবে কয়েনের দু’টি পিঠই দেখার অভিজ্ঞতা দারুণ ছিল এবং দু’টি ক্ষেত্রেই চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি।’
গত ১১ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করেছিল বিসিসিআই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ অক্টোবর। সভাপতি, সহ-সভাপতি, সচিবসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিসিআই নির্বাচন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০