নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটা কিংসলের। সিলেট জেলা স্টেডিয়ামে লাল-সবুজের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন এই ফরোয়ার্ড।
সিশেলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এলিটা কিংসলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড আমিনুর রহমান সজিবকে বসিয়ে দেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আর তার পরিবর্তেই মাঠে নামানো হয় কিংসলেকে। স্বপ্নের অভিষেক ঘটে আবাহনীর এই ফুটবলারের।
নাইজেরিয়ার ফুটবলার হিসেবে বাংলাদেশে আসেন কিংসলে। দীর্ঘদিন খেলেন দেশের ঘরোয়া ফুটবলে। বিয়ে করেন বাংলাদেশি নারীকে। একটা সময় নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জাগে। নানান চড়াও-উতরাইয়ের মধ্য দিয়ে যেতেও হয় তাঁকে। সহজেই সুযোগ মেলেনি খেলার। হতাশ হন এলিটা।
অবশেষে সব সমস্যার সমাধান হলো। বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন কিংসলে। এর মধ্য দিয়ে অনেক অপেক্ষার অবসান ঘটলো। ক্যারিয়ারের অন্যতম সেরা দিনের সাক্ষী হলেন এলিটা কিংসলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post