অবশেষে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

0
25

স্পোর্টস ডেস্কঃ অবশেষে শুরু হতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডে’তে গড়ানো খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হবে। সোমবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে কোনো ওভার কাঁটা যায়নি। ৫০ ওভার করেই ম্যাচ হবে।

আগের দিন রোববার ভারত যেখানে শেষ করেছিল ইনিংস, সেখান থেকেই আজ আবার ব্যাট করতে নামবে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। লোকেশ রাহুল ১৭ ও বিরাট কোহলি ৮ রান করে অপরাজিত ছিলেন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগের দিন হুট করে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়। কালো মেঘে অন্ধকারে ঢেকে যায় আকাশ। দিনের বেলাতেও তৈরি হয় রাতের আবহ। বাধ্য হয়ে ফ্লাডলাইট জ্বালিয়ে দিতে হয় সব। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ীয়ই বেরসিক বৃষ্টিতে বাঁধাগ্রস্থ হয়েছে ম্যাচ।

বৃষ্টি থামে, মাঠ খেলার উপযোগী করতে চেষ্টার কমতি রাখেননি গ্রাউন্ডসম্যানরা। তবে এতোটাই ভারী বর্ষন হয়েছিল যে, মাঠ এবং উইকেট শোকানো কষ্টকর হয়ে যাচ্ছিল তাদের জন্য। বাধ্য হয়ে ফোম দিয়ে মাঠ থেকে পানি তুলতে দেখা যায়। একইসাথে টেবিল ফ্যানের বাতাস দিয়ে উইকেট শুকানোর দৃশ্যও চোখে পড়ে।

তবে এসব কোনো কিছুতেই কাজ হয়নি। চার ঘন্টা মাঠ শুঁকাতে অনেক কষ্ট করার পর আবার বৃষ্টি নামে। ম্যাচ অফিসিয়ালরা বাধ্য সিদ্ধান্ত নেন মাঠে খেলা না গড়ানোর। রিজার্ভ ডে থাকায় সোমবার ম্যাচ খেলার জন্য সিদ্ধান্ত নেন তারা।

সেখান থেকে সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে এদিনও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। শেষ পর্যন্ত বিকাল ৫টার পরে মাঠে গড়াতে যাচ্ছে খেলা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here