স্পোর্টস ডেস্কঃ হুট করে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজ সিরিজ চলাকালীন সময়ে তিনি দিলেন এই ঘোষণা। চলতি অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এই ঘোষণা দেন ব্রড। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন তিনি।
স্কাই স্পোর্টসের সাথে আলাপকাপে ব্রড বলেন, ‘এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পড়তে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি।’
ব্রড আরও বলেন, ‘এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি। আগামীকাল (রোববার) অথবা সোমবার ক্রিকেটে আমার শেষ দিন হবে। যাত্রাটা অসাধারণ ছিল। যতবার পেরেছি, ইংল্যান্ড ও নটিংহামের প্রতিনিধিত্ব করেছি। এটা অনেক বড় সম্মানের।’
ইংল্যান্ডের জার্সিতে ব্রড ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। এদিকে অ্যাশেজে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডের উইকেটই সবচেয়ে বেশি। এখন পর্যন্ত তাঁর শিকার ১৫১টি উইকেট। প্রয়াত শেন ওয়ার্ন (১৯৫), গ্লেন ম্যাকগ্রার (১৫৭) পর অ্যাশেজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
এদিকে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক ব্রড। পেসারদের মধ্যে শুধু সতীর্থ জেমস অ্যান্ডারসনই তার চেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক। গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই তিনি ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। বর্তমানে তিনি ৬০২ টেস্ট উইকেটের মালিক এবং চলতি ওভাল টেস্টেই অস্ট্রেলিয়ার চতুর্থ ইনিংসে এই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার সামনে।
২০০৬ সালে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রডের। সব মিলিয়ে ১৬৭ টেস্টে ২৭ এর বেশি গড়ে ৬০২ উইকেট শিকার করেছেন তিনি। ২০ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট ও ৩ বার ম্যাচে ১০ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post