অবসরের ঘোষণা দিলেন ফর্মুলা ওয়ানের ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন

0
29

স্পোর্টস ডেস্কঃ অবসরের ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান ভেটেল। ফর্মুলা ওয়ানের ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবারের মৌসুম শেষেই বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। কার রেসিংয়ে এরপর থেকে আর দেখা যাবে না তাঁকে। বৃহস্পতিবার নিজের এই সিদ্ধান্তের কথা জানান ভেটেল।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের গ্রাঁ পিতে বিএমডব্লিউ সাবারের হয়ে ফর্মুলা ওয়ানের অভিষেক হয় ভেটেলের। তবে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন রেড বুলের হয়ে। সেখানে ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জার্মানির এই রেসিং ড্রাইভার।

পরবর্তীতে ৬ মৌসুম কাটিয়েছেন ফেরারিতে। তবে জিততে পারেননি আর কিছুই। বর্তমানে আছেন অ্যাস্টোন মার্টিনের সাথে চুক্তিবদ্ধ। এবার সেখানে থাকাকালীনই ৩৫ বছর বয়সে দিলেন অবসরের ঘোষণা। মূলত পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত।

অবসর নিয়ে ভেটেল বলেন, ‘এই খেলাকে অনেক বেশি ভালোবাসি। শুরু থেকেই এটি আমার জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ট্র্যাকের বাইরেও একটা জীবন আছে। একজন রেসিং ড্রাইভার হওয়াটাই আমার একমাত্র পরিচয় না। আমার পরিবার আছে, আমি তাদের পাশে থাকতে ভালোবাসি। ফর্মুলা ওয়ানের বাইরে পরিবারকে সময় দিতে চাই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here