স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার পাকাপোক্তভাবে অবসরের সিদ্ধান্ত জানালেন ডেভিড ভিসে। দক্ষিণ আফ্রিকার পর নামিবিয়ার হয়ে খেলা এই ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচই তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাটা চালিয়ে যাবেন আরও কিছুদিন।
নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে বল হাতে ২ ওভারে মাত্র ৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন ডেভিড ভিসে। ব্যাট হাতে ১২ বলে ২টি করে চার ও ছয়ের মারে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। তবে জিততে পারেনি দল। বৃষ্টি বিঘ্নিত ১০ ওভারের ম্যাচে ডিএলএস মেথডে ইংল্যান্ডের কাছে ৪১ রানে হেরেছে নামিবিয়া। এই হারে বিশ্বকাপ যাত্রাও শেষ হয়েছে তাদের। গ্রুপ ‘বি’তে চার ম্যাচ খেলে ১ জয় ও ৩ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে দলটি।
নামিবিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখানেই নিজের যাত্রা শেষ করছেন ভিসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে ভিসে বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুই বছর বাকি, এখন আমার বয়স ৩৯। যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে আমার খুব বেশি অবশিষ্ট কিছু আছে বলে মনে হয় না। এখনো খেলতে পছন্দ করি, হয়তো আরও দুই বছরের মতো খেলব।’
ভিসে আরও বলেন, ‘মনে হয় এখনো অবদান রাখতে পারি, অনেক খেলা বাকি। তবে নামিবিয়ার হয়ে আমার বিশেষ ক্যারিয়ার শেষ করতে এর চেয়ে ভালো জায়গা কোথায় পাব আর! তাদের হয়ে ভালো সময় কেটেছে। বিশ্বকাপে বিশ্বমানের দল ইংল্যান্ডের বিপক্ষে তাদের (নামিবিয়ার) হয়ে খেলা শেষ করাকেই উপযুক্ত সময় মনে হয়েছে।’
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হওয়ার পর থেকে বছর তিনেক খেলেছেন দেশটির হয়ে। এরপর অন্য অনেকের মতোই কোলপ্যাক চুক্তিতে নাম লেখান ইংল্যান্ডে। সেখান থেকে আবার ফিরে ২০২১ সালে বাবার দেশ নামিবিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন। এবার নামিবিয়াকেও বিদায় বলে দিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভিসে। ব্যাট হাতে ৬২৪ রান করার পাশাপাশি বল হাতে ৫৯ উইকেট শিকার করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এর বাইরে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৩০ রান ও ১৫ উইকেট নিয়েছেন ভিসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post