স্পোর্টস ডেস্কঃ ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলছেন ভারতের তারকা সুনীল ছেত্রী। ৩৯ বছর বয়সে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ৬ জুন কুয়েতের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন তিনি। আর সেই ম্যাচটি হবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। বৃহস্পতিবার নিজেই এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনীল।
অবসর প্রসঙ্গে সুনীল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি। এরকম-ওরকম করেছি, সেটা ভালো বা মন্দ যা-ই হোক। কিন্তু এখন ভেবেছি, মাস দুয়েক ধরে সেটাই ভাবছি আমি। বিষয়টা খুব অদ্ভূত ছিল। এই ম্যাচটা যে আমার শেষ ম্যাচ হবে, সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম বলেই, সম্ভবত বিষয়টি নিয়ে ভেবেছি আমি।
সুনীল আরও বলেন, ‘যখন নিজেকে জিজ্ঞেস করছিলাম, এটিই আমার শেষ ম্যাচ হবে, তখন আমার সব স্মৃতি মনে পড়ছিল। কী অদ্ভূত ছিল বিষয়টি। এই ম্যাচের কথা ভাবছিলাম, এই কোচ,ঐ কোচের কথা ভাবছিলাম। এই দলটার কথা, এই মাঠ, সেই মাঠ, ওই কথাগুলো ভাবছিলাম।’
২০০৫ সালে ১২ জুন জাতীয় দলের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় সুনীলের। অভিষেকেই তিনি গোল করেছিলেন। সব মিলিয়ে ১৫০ ম্যাচে ৯৪ গোলের মালিক ছেত্রী, ভারতের হয়ে যা কি-না সর্বোচ্চ আর সব মিলিয়ে বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। সুনীলের উপর কেবল আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, ইরানের আলি দাই আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post