অবসরের ঘোষণা স্বপ্নার, পদত্যাগ করছেন কোচ গোলাম রব্বানীও

0
45
সংগৃহীত ছবি।

স্পোর্টস ডেস্কঃ হুট করে দেশের ফুটবলে ঝড়। আরেকটু স্পষ্ট করে বললে নারী ফুটবলে ঝড়। যাদের হাত ধরে ফুটবলে দারুণ সাফল্য আসছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তারা খানিক স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন, সেই বিভাগেই এবার ভাঙন।

মাত্র ২২ বছর বয়সে নারী ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ফুটবল থেকে একেবারে চিরতরে অবসরের যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে গেছেন। তবে আর ফিরছেন না স্বপ্না।

স্বপ্না গেল বছরে সাফজয়ী দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে বিশাল অবদান রাখেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি। কিন্তু দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে এবার হারিয়েছে বাফুফে।

স্বপ্নার অবসরের দিনে আরও বড় এক ধাক্কা এসেছে দেশের ফুটবলে। নারী দলগুলোর কোচিং পদ ছাড়ছেন গোলাম রব্বানী ছোটন। দেশের একাধিক গণমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খুব শীঘ্রই বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিবেন ছোটন। চলতি মাস পর্যন্তই দায়িত্ব পালন করবেন। এরপর আর দেখা যাবে না তাকে।

দেশের নারী ফুটবলের জাগরণ যেভাবে হয়েছে, তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছোটনের। তিলে তিলে গড়ে তুলেছেন তিনি দলগুলোকে। বয়সভিত্তিক ও জাতীয় নারী দলের ডাগ আউট সামলান। ২০০৬ থেকে কাজ শুরু করেন বাফুফেতে। ২০০৯ সালে প্রথম প্রধান কোচের দায়িত্ব পান। গেল বছরগুলোতে নারীদের বয়সভিত্তিক ও জাতীয় দলের সব সাফল্যই তার অধীনে এসেছে। সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন সাফ শিরোপা দিয়ে।

তবে এবার সেই যাত্রা থেমে যাচ্ছেন। ৫৪ বছর বয়সী ছোটন স্পষ্ট করে বলেননি কেন চাকরি ছাড়ছেন। স্বপ্নাও জানায়নি কেন অবসরে গেছেন। তবে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, বাফুফে থেকে যথাযথ মূল্যায়ন এবং সম্মান না পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে আরও অবসর হয়েছে। সব মিলিয়ে বাফুফে আবারও বেকায়দায় পড়তে যাচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here