স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের জার্সিতে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন জেমস অ্যান্ডারসন। এই কিংবদন্তি লর্ডসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পরই বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ১০ জুলাই শুরু হবে সেই ম্যাচ। তবে অবসরের পরও ভিন্ন এক ভূমিকায় দলের সাথেই থাকবেন অ্যান্ডারসন। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কি।
মূলত ৪১ বছর বয়সী এই পেসারকে দেখা যাবে পরামর্শক বা মেন্টর হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজ এবং পরবর্তীতেও দেখা যেতে পারে একই ভূমিকায়। অ্যান্ডারসনের অভিজ্ঞতার ভাণ্ডার কাজে লাগাতে চায় ইসিবি। যার জন্যই এমন প্রস্তাব তারা দিয়েছে, অ্যান্ডারসনও সানন্দে সেটা লুফে নিয়েছেন।
এই প্রসঙ্গে রব কি বলেন, ‘লর্ডস টেস্টের পরেও জিমি আমাদের দলের সঙ্গে থেকে যাবে। সে মেন্টর বা পরামর্শক হিসেবে দলকে সহযোগীতা করবে। ইংলিশ ক্রিকেটকে তার অনেক কিছু দেওয়ার আছে। আমরা সেই সম্ভাবনার মৃত্যু ঘটাতে চাই না।’
‘আমরা যখনই এই ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করেছি, সে অনেক আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে করার মতো অনেক কিছুই আছে তার জন্য। সে যদি খেলাটার সাথে থেকে যায়, তবে ইংলিশ ক্রিকেট নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারে।’ যোগ করেন রব কি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post