অবসর খুব বেশি দূরে নয়- মেসি

0
92

স্পোর্টস ডেস্কঃ গত দুই বছরে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি জিতেছেন কোপা আমেরিকা, কোপা ফিনালেসিমা ও বিশ্বকাপ। একটা সময় ‘কিছুই’ না জেতার এই মহাতারকার নামের পাশে এখন জ্বলজ্বল করছে একাধিক বৈশ্বিক ট্রফি। তাই বর্তমান সময়টা উপভোগ করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে খেলতে মেসি এখন যুক্তরাষ্টে। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর সম্পর্কে মুখ খুলেছেন তিনি। সাবেক বার্সেলোনা ফুটবলার জানান, ‘আমি এখনও জানি না কবে (অবসর নিবো)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।’

খুদে জাদুকর মেসি এখনকার সময়টা উপভোগ করতে চান। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আপাতত প্রতিটি দিনই উপভোগের কথা ভাবি। জাতীয় দলের হয়ে আমরা খুব কঠিন সময় পার করেছি। সৌভাগ্যবশত কোপা আমেরিকা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছি। সময়টা তাই এখন উপভোগের।’

এদিকে গত মাসে প্রীতি ম্যাচ খেলতে চীনে আসার পর এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। সাবেক পিএসজি তারকা বলেছিলেন, ‘আমার মনে হয় না (বিশ্বকাপ আর খেলতে দেখা যাবে), ওটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত সেটাই থাকছে, আমি আগামী বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’

২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী বিশ্বকাপ। ততদিনে মেসির বয়স হবে ৩৯। এই বয়সে যে কোনো খেলোয়াড়ের জন্যই বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করা কঠিন। মেসিও বাস্তবতা জানেন। তিনি বলছেন, ‘অপ্রাপ্তি হয়ে থাকা বিশ্বকাপ অর্জনের পর আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এটি ছিল (২০২২ কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here