অবসর নিলেন মনোজ তিওয়ারি

0
64

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের ক্রিকেটার মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভারতের হয়ে ১২ ওয়ানডে খেলা এই ক্রিকেটার রান করেন ২৮৭। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। তাঁর নামের পাশে আছে ২৯ সেঞ্চুরি ও ৪৫ হাফ-সেঞ্চুরি। ভারতের জার্সিতেও সেঞ্চুরি আছে এই ব্যাটারের।

২০১১ সালে চেন্নাইয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মনোজ। ওয়ানডে ছাড়াও জাতীয় দলের হয়ে ৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যদিও নিজেকে মেলে ধরতে পারেন নি পশ্চিমবঙ্গের এই ক্রিকেটার। ১৪১ প্রথম শ্রেণির ম্যাচে ৯৯০৮ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্য়াচে ৫৫৮১ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে ৬টি, ৪০টি হাফ-সেঞ্চুরি। আইপিএল ও ভারতের অন্যান ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে মনোজ ম্যাচ খেলেছেন ১৮৩টি।

মনোজের ১৮৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রান আছে ৩৪৩৬। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন। এবার বিদায় নিলেন ক্রিকেট থেকে। বিদায় বেলা মনোজ লিখেছেন, ‘ক্রিকেট খেলাকে বিদায় জানালাম। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। প্রত্যেকটা ছোটখাটো জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। জীবনে বার বার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ক্রিকেট খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ঈশ্বরের প্রতিও, যিনি বরাবর আমার পাশে থেকেছেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here