অবসর ভেঙে টেস্টে ফিরলেন মঈন, খেলবেন অ্যাশেজে

0
90

স্পোর্টস ডেস্কঃ অবসর ভেঙে সাদা পোশাকে ফিরতে চলেছেন মঈন আলী। তারকা এই অলরাউন্ডারকে ইংল্যান্ডের অ্যাশেজ দলে ফেরানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

মঈন আলী ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এরপর তিনি সীমিত ওভারের ক্রিকেট খেলে যাচ্ছিলেন। কিন্তু অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের তারকা স্পিনার জ্যাক লিচ ইনজুরিতে পড়ায় তাদের একজন স্পিনার দলের জন্য জরুরি হয়ে পড়েছে। সেক্ষেত্রে মঈনকে ফেরাল ইংল্যান্ড।

জ্যাক লিচ ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ডেকে পাঠান মঈনকে। তারা দুজন এ বিষয় নিয়ে আলোচনা করেন। আর সেটি ফলপ্রসু হওয়ায় অ্যাশেজ সিরিজে জ্যাক লিচের বদলি খেলোয়াড় হিসেবে মঈন যুক্ত হলেন টেস্ট স্কোয়াডে।

অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছিলেন। ৩৬.৬৬ গড়ে উইকেট শিকার করেছিলেন ১৯৫টি। শুধু বল নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে পারেন তিনি। রান করেছেন ২৯১৪টি।

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড, জশ টং ও মঈন আলী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here