স্পোর্টস ডেস্ক:: সর্বশেষ ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ঘটনা দেখেছিলো। পাঁচ বছর পর এবার আবারো আইপিএলে নাটকীয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের দেখা মিললো।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়ল্যাসের ম্যাচে ঘটেছে এমন আউটের ঘটনা। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করছিলো চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজার মধ্যে রান নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝিতে পাঁচ বছর পর আইপিএলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের ঘটনা ঘটে। জাদেজাকে ফিরে যেতে হয় সাজঘরে।
ইনিংসের ১৬তম ওভারে দলীয় ১২০ রানের মাথায় জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন। কিন্তু অপর প্রান্তে গায়কোয়াড় ছিলেন দ্বিধায়। এ নিয়ে দুজনের ভুল–বোঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন–স্ট্রাইকিংয়ের দিকে। রাজস্থান উইকেটকিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রো করেন, যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়।
এসময় রাজস্থান রয়্যালস আউটের আবেদন করেন। নিয়মের মধ্যে পড়ায় আম্পায়ারকেও আউট দিতে হয়। জাদেজা ঘোরার সময় বলের গতিপথ দেখেছেন, ইচ্ছাকৃতভাবেই বল স্টাম্পে যাওয়া আটকেছেন টিভি রিপ্লেতে এমনটাই দেখা গেছে। ফলে রাজস্থানের পক্ষেই রায় দেন টিভি আম্পায়ার।
এর আগে ২০১৯ সালে, হায়দরাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্রর অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়ে ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post