স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনার ছেলে দল যখন রীতিমতো হিমশিম খাচ্ছে, তিন বছর পর জিতেছে লা লিগার শিরোপা, বার্সার মেয়েরা সেখানে শিরোপা উৎসবেই মেতে উঠছে। টানা চারবার লা লিগার শিরোপা জয়ের পর এবার অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে জিতলো মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।
নারীদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভলফ্সবুর্গকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সা। শেষ তিন মৌসুমের দু’টিতেই বার্সার মেয়েরা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। অথচ ফাতি-গাভিদের বার্সা আট বছর ধরে শিরোপা জিততে পারছে না।
নেদারল্যান্ডসের আইন্দহোফেনে ফাইনালে ভলফ্সবুর্গের বিপক্ষে শিরোপা জিততে রীতিমো অবিশ্বাস্য গল্প লিখেছে বার্সেলোনার মেয়েরা। ২-০ গোলে পিছিয়ে পরে টানা তিন গোল করে জিতেছে ৩-২ ব্যবধানে। ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লিখেছে মেয়েরা।
প্রথমার্ধেই ভলফ্সবুর্গ বড় ব্যবধানে লিড নেয়। ম্যাচের ৩য় মিনিটে ইওয়া পাইওর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির আগেই ব্যবধান বাড়ান আলেক্সান্দ্রা। ৩৭তম মিনিটে ২-০ গোলে লিড নেয় ভলফ্সবুর্গ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বার্সেলোনা প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরই প্রত্যাবর্তনের গল্প লেখে স্প্যানিশ মেয়েরা। পাত্রিসিয়া গিহারোর জোড়া গোলে ম্যাচে ফেরে দলটি। ম্যাচের ৪৮তম মিনিটে প্রথম গোলের পর দুই মিনিট পরেই জোড়া গোল করেন তিনি। ৫০তম মিনিটে তাই বার্সা স্কোর লাইন ২-২ করে ফেলে। জয়ের জন্য মরিয়া বার্সার মেয়েরা একের পর আক্রমণ করতে থাকে। জয়সূচক গোলের জন্য ৭০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদেরকে। শেষ পর্যন্ত ফ্রিদোলিনা রোলফোর গোলেই বার্সার ৩-২ গোলের জয়ে শিরোপা নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০