স্পোর্টস ডেস্ক: এক দিন হাজত বাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন নিয়ম ভেঙে মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরা ভক্ত মেহেদী হাসান। রোববার রাতে তাকে মিরপুর থানা হাজত বাস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মিরপুর মডেল থানার ওসি ভুঁইয়া মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাতে মিরপুরের আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে ঢুকে মাশরাফির সাথে করমর্দন করে আলোচনায় আসা মেহেদী হাসানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, গোয়েন্দাদের পাশাপাশি বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ কালে খারা কোন কিছু না পাওয়াতে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে আটক তার অপর বন্ধুদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে।
মিরপুর থানার ওসি ভুঁইয়া মাহবুব বলেন, তাকে আমরা মাঠে প্রবেশ করার পর থেকে জিজ্ঞাসাবাদ করেছি, বিসিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে খারাপ কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে মেহেদি জানান, তিনি মাশরাফিকে খুব ভালো বাসেন। ম্যাচ চলাকালে মাশরাফি ব্যাথা পেয়ে মাঠ ছেড়ে চলে যান। তার পরিবর্তে নাসির হোসেনকে মাঠে নামানো হয়। পরে মাশরাফি সুস্থ হয়ে আবার মাঠেেআসেন। মেহেদি আবেগ সামলাতে না পেরে দৌড়ে মাঠে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরে পেলেন। তবে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০