‘অভিমানী’ তামিম ভোর রাতে গুডবাই জানালেন

0
26

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের সমর্থকেরা হয়তো ঘুমানোর প্রস্তুুতি নিচ্ছিলেন। উইন্ডিজকে বাংলা ওয়াশ করা হয়ে গেছে। সিরিজ জয় টিভিতে দেখা সমর্থকেরা তখন বিছানায় যাওয়ারই কথা। কিন্তুু এমন সময়ই সবাইকে চমকে দিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবাল জানিয়ে দিলেন তিনি আর টি-২০ খেলবেন না। এখন থেকে তাকে সবাই যেনো আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবেন।

জাতীয় দলের হয়ে যখন টি-২০ ফরম্যাটে মাঠে নামতেন, তাকে নিয় অনেক আলোচনা-সমালোচনা হতো। টি-২০ ক্রিকেটে তিনি চলেন না, ডট বল খেলছেন বেশি এসবও শুনতে হতো। এক সময়তো সিনিয়র হটাও মিশনও শুরু হয়ে যায়। অভিমানী তামিম সেই ২০২০ সাল থেকে তাই টি-২০ ফরম্যাটে নিজেকে সরিয়ে নেন।

টি-২০ দলের বর্তমান বেহাল অবস্থায় তাকে ফেরানোর আলোচানা চলছিলো। বিসিবি জানিয়ে ছিলো, তারা টি-২০ ক্রিকেটে তামিম ইকবাল চান। তামিমও তার স্বেচ্ছা ৬ মাসের ‘বিরতি’ শেষ করে ফেরা না ফেরার সিদ্ধান্ত জানানো অপেক্ষায় রেখে ছিলেন সমর্থকদের।

সেই তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন। বাংলাদেশ সময় ভোর রাতে ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন তিনি আর টি-২০ খেলবেন না। রাত তখন ৩টা পেরিয়েছে। তামিমের অবসরের ঘোষণার পোস্ট এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিসিয়াল ভেরিফাইডকৃত ফেসবুক পোস্টে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তামিম টি-২০ থেকে সর দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এক পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’ সঙ্গে দিয়েছেন গুডবাই ইমোজিও।

বেশ কয়েক দিন থেকে এই ওপেনারের টি-২০ খেলা না খেলা নিয়ে আলোচনা সমালোচনা চলছিলো। ২০২০ সালের মার্চের পর থেকে তিনি আর টি-২০ খেলেননি। গত টি-২০ বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন স্বেচ্ছায়। এর বছরের শুরুতে চট্টগ্রামে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ৬ মাসের জন্য বিরতি নিচ্ছেন টি-২০ ফরম্যাট থেকে।

বিরতির এই সময়ে তিনি টি-২০ খেলবেন না। এরপরই টি-২০ খেলা নিয়ে তার সিদ্ধান্ত জানাবেন। এই সময়ও প্রায় শেষ। তার সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। তিনিও জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে আর মাঠে নামবেন না তিনি। দূরের দেশ গায়ানায় বসে তামিম সমর্থকদের জানিয়ে দিয়েছেন, এখন থেকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তার অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে।

২০০৭ সালের এক সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তামিম ইকবালের। ২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন শেষ টি-২০ ম্যাচ। ৭৮ টি টি-২০ ম্যাচে ১ হাজার ৭৮৫ রান করেছেন এই ওপেনার। একটি শতকের সঙ্গে আছে সাতটি অর্ধশতক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here