অভিমান ভেঙে ফেরা তামিম এবার মিরপুরে ফিরলেন অনুশীলনে

0
54

নিজস্ব প্রতিবেদক:: অভিমান করে অবসর নিয়ে ছিলেন, সেই অবসর ভেঙে আবারো মাঠে ফেরার ঘোষণা দেন। অবশেষে তামিম ইকবাল এলেন মিরপুরের হোম অব ক্রিকেটেও। বৃহস্পতিবার একাডেমি মাঠে অনুশীলন করেছেন টাইগার ডেসিং ওপেনার।

আফগান সিরিজের মাঝপথেই অবসরের ঘোষণা দিয়ে ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরলেও মাঠে ফেরা হচ্ছে না তার। ইনজুরির চিকিৎসা করাতে বিদেশও যান। দেশে ফিরে মিরপুরে আসেন তিনি।

এদিন বিকেলে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় আসেন তামিম। দলের ফিজিও বায়েজিদ ইসলামকে সাথে নিয়ে ফিটনেস ড্রিল করেন তিনি। চোটের জন্য এশিয়া কাপে খেলবেন না। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা বন্দরনগরীর ওপেনারের।

বিশ্বকাপের আগে পূর্ণ ফিট হতে চান। আর সেকারণেই মিরপুরে এসে ফিটনেস নিয়ে কাজ করছেন তামিম ইকবাল। দলের অন্য ক্রিকেটাররা যখন মূল মাঠে অনুশীলনে ব্যস্ত, তামিম তখন ফিজিওকে সাথে নিয়ে একা একা ফিটনেস ড্রিল করেছেন একাডেমি মাঠে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here