স্পোর্টস ডেস্ক: না খেলার শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। দলের মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়াতে অভিমান করে টিম ছেড়ে বাসায় চলে যান তিনি। তার ম্যাছ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়ে ছিলো। তবে অভিমান ভেঙে দলে ফিরেছেন তিনি।
মাশরাফির নেতৃত্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ প্রতিবেদন লেখা অবধি ৯ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৬ রান। মেহেদি মারুফ ৩৪ আর নাসির ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।
চলমান বিপিএলের ১৩তম ম্যাচে মাঠে নামে মাশরাফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং এবারের আসরের তারকা সমৃদ্ধ দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা দলপতি মাশরাফি।
ঢাকার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মেহেদি মারুফ এবং কুমার সাঙ্গাকারা। কুমিল্লার হয়ে বোলিং আক্রমণ শুরু করেন দলপতি মাশরাফি। তার প্রথম ওভারে ৫ রান তুলে ইনিংস শুরু করেন ঢাকার দুই ওপেনার। উইকেটে থেকে ব্যাটে ঝড় তোলার আভাস দিয়ে বিদায় নেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা (২০)। আল আমিনের করা ইনিংসের চতুর্থ ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় ১২ বলে দুটি চার আর একটি ছক্কায় ইনিংস সাজানো সাঙ্গাকারাকে। দলীয় ৩৩ রানের মাথায় ঢাকা তাদের প্রথম উইকেট হারায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০