অভিষিক্ত মিরাজের শিকারে শেষ পর্যন্ত পরাস্ত মঈন আলী

0
14

স্পোর্টস ডেস্ক: টেস্টের এক ইনিংসে এক মঈন আলী পাঁচ বার জীবন ফিরে পেয়েছেন। রিভিউয়ের সুবিধা নিয়ে বার বার জীবন ফিরে পাওয়া মঈন আলী শেষ পর্যস্ত পরাস্ত হয়েছেন মিরাজের বলে।

ব্যক্তিগত ৬৮ রানে অভিষিক্ত মিরাজের বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন তিনি। মঈন আলী মিরাজের চতুর্থ শিকার হয়েছে।

এর আগে মঈন আলী তিনবার রিভিউ নিয়ে বেঁচে যান। আর বাংলাদেশ তার বিপক্ষে দু’বার রিভিউ নিলেও তিনি বেঁচে যান। এই উইকেটের মধ্য দিয়ে ষষ্ঠ উইকেটে মঈন-বেয়ারস্টোর ৮৮ রানের জুটি ভাঙলো বাংলাদেশ।

ইংল্যান্ডের সংগ্রহ ৭৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১১ রান। জনি বেয়ারস্টো ও ক্রিস উকস ব্যাট করছে। মেহেদী চারটি আর সাকিব আল হাসান নিয়েছেন দুই উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here