স্পোর্টস ডেস্ক: একের পর এক উইকেট হরাচ্ছে বাংলাদেশ দল। তামিম, সাকিব, মুশফিক, সাব্বির, সৌম্যরা আউট হয়ে গেছেন। লড়াই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডেতে অভিষেক ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক।
টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৪৯.২ ওভার শেষে ২০৮ রানে সবকটি উইকেট হারায়। তবে দলের হয়ে এদিন অভিষেকেই দুর্দান্ত খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর দশম উইকেট জুটিতে রুবেল হোসেনের সঙ্গে ৪৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলের বিপর্যয় সামাল দেন তিনি।
শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগান বোলারদের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে শেষ দিকে ৪৫ বলে চারটি চার ও দুটি বিশাল ছক্কায় সমান সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক।
শুরুতে তামিম-সৌম্য ভালো খেললেও কিছুটা পরেই খেই হারিয়ে ফেলেন। সমান সংখ্যক ২০ রান দ্রুতই সাজঘরে ফেরেন। সেই ভাঙনে মুহুর্তেই বাংলাদেশের টপঅর্ডার ভেঙে যায়। শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের লড়াই করেছেন মোসাদ্দেক। ৩৮ রান আস মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ২৫ রান করেন ওয়ানডাউনে নামা মাহমুদুল্লাহ।
সফরকারী বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রশিদ খান। এছাড়া দুটি করে উইকেট পান মোহাম্মদ নবী ও মিরওয়াইস আশরাফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/00