স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার কিশোরীরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ। জোড়া গোল করেছেন উমেহ্লা মারমা। আর একটি করে গোল করেছেন থুইনু মারমা, জয়নব বিবি রিতা ও কানন রানী বাহাদূর।
ভুটান ম্যাচে জয়নব ছাড়া বাংলাদেশের অন্য সকলের খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। অভিষিক্ত ম্যাচের পারফরম্যান্সে খুশি কোচ ছোটন, ‘এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কিভাবে প্রথম ম্যাচ মানিয়ে নেয় সেটা দেখার বিষয় ছিল। প্রথমে নামার পর একটু সমস্যা হয়েছে। কিন্ত সময় যতো গেছে তত মানিয়ে নিয়েছে। ভালো দিক হলো যেহেতু এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল পরিকল্পনার মধ্যেই ছিল। পরিকল্পনা যা ছিল তা-ই ফলো করার চেষ্টা করেছি এবং কাঙ্খিত জয় পেয়েছি
ছোটন আরো বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে মেয়েরা যা করেছে, খুশি হওয়া উচিত। ওরা আসলে শুরুতে একটু আড়ষ্ট ছিল, তবে পরে যত সময় গেছে, তত খেলাটা ধরে ফেলেছে। মেয়েদের অভিজ্ঞতা হয়ে গেছে। এটা (নেপালের বিপক্ষে) কাজে দেবে, ওই ম্যাচে আশা করি মেয়েরা আরও ভালো খেলবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০