স্পোর্টস ডেস্কঃ ইন্টার মায়ামিতে স্বপ্নের অভিষেক লিওনেল মেসির। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা গোল করে দলকে জেতালেন আজ। বাংলাদেশ সময় শনিবার ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে টাটা মার্তিনোর দল। ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের বাহির থেকে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিক গোল করেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো মায়ামি।
ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে শুরুর একাদশে রাখা হয়নি দুই নতুন মুখ লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসকে। তবে, এদিন এক অন্যরকম ইন্টার মায়ামিকে দেখলো ভক্তরা। জেরার্ডো টাটা মার্টিনোর অধীনে যেন নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। প্রথমার্ধেই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে আধিপত্য রেখে খেলতে শুরু করে তারা।
ম্যাচের ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। এ সময় তাঁর সঙ্গী হন বুসকেটসও। মেসি নামার পর ৬৫ মিনিটে লিড হারায় ইন্টার মায়ামি। গোল করে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে সমতায় ফেরান ইউরিয়েল আনতুনা। এর আগে ম্যাচের ৪৪ মিনিটে ডিবক্সের ভেতর থেকে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে দেন ফিনল্যান্ডের রবার্ট টেইলর। বামপ্রান্ত থেকে বল পেয়ে ডান পায়ের কোণাকুণি শটে দলকে লিড এনে দেন এই উইঙ্গার।
মেসির অভিষেক ম্যাচে ডিআরবি পিএনকে স্টেডিয়াম ছিল মেসিময়। ৯০ মিনিটে বল নিয়ে ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের ডি–বক্সে। কিন্তু এবার তাঁকে আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। আর অন্তিম মুহূর্তে ফ্রি–কিকেই জাদু দেখালেন মেসি। মায়ামি পায় দারুণ এক জয়। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলো মার্তিনোর শিষ্যরা। লিগ কাপের গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post