স্পোর্টস ডেস্ক: অভিষেক টেস্টেই বাজিমাত করলেন যুব দল থেকে তারকা খ্যাতি অর্জন করে জাতীয় দলে আসা মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই (এ প্রতিবেদন লেখ পর্যন্ত) ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন।
মিরাজের শিকার হয়েছেন ১৪ রান করা বেন ডাকেট, ৪০ রান করা রুট, ১ রান করা গ্যারি ব্যালান্স, ৬৮ রান করা মঈন আলীর উইকেট।
এরপর ৮২তম ওভারে জনি বেয়ারস্টোকে নিজের পঞ্চম শিকারে পরিণত করেন ১৮ বছর বয়সী এ অফস্পিন অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০