স্পোর্টস ডেস্কঃ নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। ২০২০ সালের পর প্রথমবার কাতালান দলটি জায়গা করে নিয়েছে ইউরোপ সেরার শেষ আটে। ঘরের মাঠে মঙ্গলবার (১২ মার্চ) রাতে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ছিল এটি। প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতল জাভি হার্নান্দেজের দল।
বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবারসির চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হয়েছে নাপোলি ম্যাচ দিয়ে। অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নেমেই রেকর্ড গড়েন বার্সার লা মাসিয়া থেকে উঠে আসা সবেমাত্র কৈশোর পেরোনো এই ফুটবলার। অভিষেক ম্যাচে দারুণ খেলার সুবাদে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে একাদশে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন কুবারসি। ১৭ বছর ৫০ দিন বয়সে তিনি ভেঙেছেন ডেভিড আলাবার গড়া ২০১০ সালে ১৭ বছর ২৫৮ দিন বয়সে মাঠে নামার রেকর্ড।
গত বছর এপ্রিলে বার্সার মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পান কুবারসি। তিন মাস পর ক্লাবের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিও সেরে ফেলেন। এদিকে গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর অভিষেক ম্যাচের দ্যুতি ছড়ানো প্রসঙ্গে বার্সা অধিনায়ক সার্জিও রবার্তো বলেন, ‘কুবারসি অবিশ্বাস্য। সে সত্যিই মাঠের সেরা খেলোয়াড় ছিল। এমন বয়সে সে সব সময়ই আমাদের বিস্মিত করে যাচ্ছে। আশা করি সে যেন সারা জীবন বার্সাতেই খেলে। বিনয়ী, প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী—এটাই তো লা মাসিয়ার (খেলোয়াড়দের) পরিচয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post