স্পোর্টস ডেস্কঃ গলে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে থেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং। নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। তবে ১৪৫ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। আর এদিকে নিজের অভিষেক টেস্টেই ৬ উইকেট শিকার করেছেন প্রভাত জয়সুরিয়া।
আগের দিনের করা ৫ উইকেটের বিনিময়ে ২৯৮ রান নিয়ে আজ আবারও ব্যাট করতে নামে অজিরা। তবে খুব বেশি এদিন সুবিধা করতে পারেনি দলটি। আগের দিনের স্মিথ ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারির ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি এদিন থামে ৬৭ রানে। ক্যারি ৬১ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে ফিরেন।
লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডার খুব বেশি সঙ্গ দিতে পারেনি অজিদেরকে। যার ফলে স্কোরটা ৪০০ পার করে করতে পারেনি প্যাট কামিন্সের দল। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই গুঁটিয়ে যায়। শেষ পর্যন্ত ৩৬৪ রানেই থামতে হয় তাদেরকে। তবে দল অলআউট হলেও, ঠিকই অপরাজিত থাকেন দেড় বছর পর সেঞ্চুরি হাঁকানো স্মিথ। ২৭২ বলে ১৬ বাউন্ডারিতে ১৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর আগে অজিদের ইনিংসে প্রথম দিন সেঞ্চুরি হাঁকান মার্নাস ল্যাবুশানে। ১৫৬ বলে ১২ বাউন্ডারিতে ১০৪ রান করেন টপ অর্ডারের এই ব্যাটার। স্মিথের সাথে তৃতীয় উইকেটে গড়ে তুলেন ১৩৪ রানের দারুণ জুটি। এই জুটিই অজিদের রান সাড়ে তিনশ করার মূল ভিত গড়ে দেয়।
লঙ্কানদের হয়ে এই ম্যাচে ৩৬ ওভার বল করে ৩ মেইডেনসহ প্রভাত জয়সুরিয়া ১১৮ রান খরচায় একাই শিকার করেন ৬ উইকেট। প্রথম দিন ৩ উইকেট নেওয়ার পর এদিন আরও ৩ উইকেট নেন। ৩০ বছর বয়সে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অভিষেক। আর সেখানে এসে প্রথম ইনিংসেই ৫ উইকেটের বেশি শিকার, রীতিমতো উচ্ছ্বাসের বাঁধনহারা বাঁহাতি এই স্পিনার। তিনি ছাড়া কাসুন রাজিথা ২টি, রমেশ মেন্ডিস ও মহেশ থিকাশানা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা