স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বুধবার ঘোষিত দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিন ক্রিকেটার। তারা হলেন- লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা এবং মিলন রথনায়েকে। এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্টের দল আগেই ঘোষণা করে আফগানরা।
শ্রীলঙ্কার টেস্ট দলের নতুন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। ঘোষিত দলে আরো থাকছেন সাবেক তিন অধিনায়ক- দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ নাম।এদিকে নিয়মিত সদস্যদের মধ্যে এই স্কোয়াডে জায়গা হয়নি পাথুম নিসাঙ্কা, দিলশান মাদুশাঙ্কা এবং কুশল পেরেরার। সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও ২০২২ সালের মাঝামাঝির পর থেকে আর কোনো টেস্ট খেলেননি নিসাঙ্কা। অন্যদিকে মাদুশাঙ্কা এবং পেরেরা বর্তমানে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে, খেলছেন আইএলটি-টোয়েন্টি।
আগামী শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে কলোম্বোতে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে। এর আগে দল দুটো ওয়ানডে আর টি-টোয়োন্টি ম্যাচে মুখোমুখি হলেও কোনো টেস্ট খেলেনি। ফলে প্রথমবারের মত লাল বলের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার এই দুই দেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। শ্রীলঙ্কা ঘরের মাঠের এই সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post