নিজস্ব প্রতিবেদকঃ প্রায় এক বছর পর ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলেছিল জামালরা। সেই ম্যাচ ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। এবারও সেই সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দিয়েই ফিরছে বাংলাদেশের খেলা।
ফিফা টায়ার-১’র আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে স্বাগতিকদেরন প্রতিপক্ষ সিশেলস। ম্যাচটি শনিবার বিকেল ৩.৪৫টায় শুরু হবে। আর সেই ম্যাচের কিছুক্ষণ আগে একাদশ ঘোষণা করেছে দুই দলই।
স্বাগতিক বাংলাদেশের হয়ে এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি এলিটা কিংসলের। নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা এই ফুটবলারকে অভিষেকের অপেক্ষায় রেখেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। মূল একাদশে জায়গা না হলেও সাবস্টিউট তালিকায় রাখা হয়েছে এলিটাকে। এদিকে নিজ ঘরের মাঠ সিলেটে খেলায় একাদশে জায়গা পেয়েছেন সাদ উদ্দিন।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), রাকিব হোসেইন, তারিক রায়হান কাজী, আমিনুর রহমান সজিব, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, রিমন হোসেইন, সাদ উদ্দিন ও মজিবুর রহমান জনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post