অভিষেকের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন তানভীর

0
50

নিজস্ব প্রতিবেদকঃ ১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল ইংল্যান্ড। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন অভিষিক তানভীর ইসলাম। নাসুম আহমেদের জায়গায় তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পান এই বাঁহাতি।

বাংলাদেশের করা ১৫৮ রানের জবাবে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ডেভিড মালান। অভিষেকের প্রথম বলে চার হজমের এক বল পরই তানভীরের শিকার ফিল সল্ট। স্টাম্পিং হয়েছেন এই ইংলিশ ওপেনার।  প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পেয়ে গেলেন তানভীর।

এর আগে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ১৫৮ রান করে বাংলাদেশ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার লিটন খেলেছেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। টি-টোয়েন্টিতে এটিই তাঁর ক্যারিয়ার সেরা।  লিটন-রনির দুর্দান্ত ওপেনিংয়ে পাওয়ার-প্লের ৬ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ড ৪৬ রান জমা করে। তবে ব্যক্তিগত ২৪ রানে রনি তালুকদার আদিল রশিদের হাতে ফিরতি ক্যাচ তুলে বিদায় নেন। ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে আসেন ইন-ফর্ম নাজমুল হোসেন শান্ত।

৪১ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির নিজের নবম ফিফটি পূর্ণ করেন লিটন। অবশ্য অর্ধ-শতকের পরই ফিরে যেতে পারতেন তিনি। তবে লিটনের সহজ সেই ক্যাচ ছেড়ে দেন বেন ডাকেট। এরপরই শুরু হয় লিটনের চার-ছক্কার ফুলঝরি। শেষ পর্যন্ত এই ডানহাতি থামেন ৭৩ রানে। ইংলিশ পেসার ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউট হয়ে যান ছক্কা হাঁকাতে গিয়ে। ফেরার আগে ৫৭ বলে ১০ চার ও ১ ছক্কায় অনবদ্য এই ইনিংস সাজান এই ওপেনার। শান্ত অপরাজিত থাকেন ৪৭ রানে। ২ ছক্কা ও ১ চারে তিনি এই ইনিংস সাজান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here