স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরে অভিষেক ম্যাচ। সেটাও ‘রেকর্ড’ করে। লিভারপুলের সর্বকনিষ্ট খেলোয়াড়ের ‘রেকর্ড’ গড়ে মাঠে নেমে ছিলেন রক্ষণভাগের খেলোয়াড়ের নাল্লো। ১৮ বছর ৭২ দিন বয়সী এই ডিফেন্ডার ভাঙেন ১৮ বছর ১১৭ দিন বয়সে মাঠে নামা মাইকেল ওয়েনের রেকর্ড। ১৯৯৮ সালে মাইকেল ওয়েন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভালের কনিষ্ট অভিষিক্ত খেলোয়াড়ের ‘রেকর্ড’ গড়ে ছিলেন।
নাল্লাে অভিষেক রীতিমতো দুঃস্বপ্নের হলো। পিএসভির কাছে তার দল ৩-২ ব্যবধানেতো হেরেছেই, তিনি নিজে মাত্র খেলতে পেরেছেন পৌনে চার মিনিটের মতো। ৩ মিনিট ৪৬ সেকেন্ড খেলেছেন, এরই মধ্যে ফাউল করেছে, লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে তাকে।
ফিলিপস স্টেডিয়ামে গত রাতে লিভারপুল মাঠে নেমেছিলো একঝাঁক নতুন তারকা নিয়ে। আগেই শেষ ষেলো নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন একাধিক তরুনকে সুযোগ দেন স্লট। ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ডেনস লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগে একাদশের হয়ে নামেন। তার বদলী হিসেবেই ৮৩ মিনিটে তুলে নাল্লো মাঠে নামেন।
মাঠে নেমে নিজেকে মানিয়ে নেওয়ার আগেই নাল্লো জোহান বাকায়েকোকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। রেফারি লাল কার্ড দেখাতে তাকে সময় নেননি একদমই। মূর দলে জীবনের প্রথম ম্যাচে মাঠে নেমেই দুঃস্বপ্নের সঙ্গী হন তিনি।
অবশ্য ম্যাচ শেষে কোচের সমর্থন পেয়েছেন তিনি। লিভারপুল কোচ স্লট ম্যাচ শেষে বলেছেন, ‘এটা নির্মম। আমরা মূল দলে এর আগে কখনো খেলেনি, তারওপর চ্যাম্পিয়নস লিগের মতো পর্যায়ে অভিষেক তো আরও কঠিন। আমার মতে, সে পরিস্থিতিটা বুঝতে পারেনি। এই পর্যায়ের ম্যাচে কিংবা প্রিমিয়ার লিগে এটা সমস্যাই। আপনি হয়তো ভাবছেন, চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হব এবং তার কয়েক মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়াটা আসলেও খুব কঠিন। এখন তাকে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় ম্যাচটি খেলার লড়াইয়ে নামতে হবে। কাজটা সহজ হবে না। তবে আশা করি সে পারবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০