অভিষেকে আলো ছড়ানো নাসিমকে নিয়ে শঙ্কা নেই

0
48

স্পোর্টস ডেস্কঃ রোববার হয়ে হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারত ৫ উইকেটের ব্যবধানে জয়ের দেখা পেয়েছে। সব মিলিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ভারত। তবে পাকিস্তানও একেবারে ছেড়ে কথা বলেনি। চেপে ধরেছিল ভারতকে।

আর সেই চেপে ধরার পেছনে বড় ভূমিকা রেখেছেন পেসার নাসিম শাহ। তরুণ এই পেসার আলো ছড়িয়েছেন ম্যাচে। পরিচয় দিয়েছেন ‘ডেডিকেশনের’। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। উইকেটের সংখ্যা বাড়তে পারতো আরও। তবে তার বলের গতি, সুইং আলাদাভাবে নজর কেড়েছে বেশ।

দেখে মনেই হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন। এশিয়া কাপের মতো আসরের প্রথম ম্যাচ, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে অভিষেক, তবুও কাবু হননি নাসিম। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিদের বল করেছেন অবলীলায়, ভয়ডরহীনভাবে।

ম্যাচে বোলিং করতে গিয়ে একটা সময় ক্র্যাম্পের শিকার হন নাসিম। তবুও বল করা ছাড়েননি তিনি। প্রচণ্ড গরমের মাঝে বল করা অনেক কষ্টের। পায়ে খুড়িয়ে খুড়িয়ে হেঁটেছেন, মাটিতে পড়েছিলে কিছু সময়। তবুও তাকে কাবু করতে পারেনি ক্র্যাম্প। কিন্তু একটা শঙ্কা ছিল, এশিয়া কাপের আসরের বাকি সময়টায় তাকে দেখা যাবে তো।

সেই শঙ্কা কেটে গেছে। এশিয়া কাপে খেলতে পারবেন নাসিম। হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে আর কোনো বাঁধা নেই তার। পাকিস্তান দলও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই নিয়ে। বাবর আজম পূর্ণশক্তির দলই সাজাতে পারবেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here