অভিষেকে গোল করার স্বপ্ন অনেকবার দেখেছেন গুইউ

0
12

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে ১-০ গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ তরুণ মার্ক গুইউ। রবার্ত লেভানডফস্কি চোটের কারণে খেলতে পারছেন না। তবে তাঁর অভাব বুঝতে দিলেন না অভিষিক্ত গুইউ।

গুইউ ৭৯ মিনিটে ফারমিন লোপেজের বদলি হিসেবে মাঠে নেমেই তার পরের মিনিটে গোল করেন। এই স্প্যানিশ তরুণ জোয়াও ফেলিক্সের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বুলেট গতিতে বেরিয়ে এসেছিলেন বিলবাও গোলরক্ষক উনাই সিমোন। তবে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন গুইউ।

১৭ বছর ২৯১ দিন বয়সী গুইউ চলতি শতাব্দীতে লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা। দারুণ রেকর্ড গড়বেন তিনি সেটার স্বপ্ন সব সময়ই দেখে এসেছেন গুইউ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এমন কিছুর স্বপ্ন যে আমি কতবার দেখেছি। প্রায় প্রতি রাতেই। (গোলের মুহূর্ত) হুট করেই যেন ঘটে গেল। আমি ভাবারও সময় পাইনি। আমার মন বলছিল গোল হয়ে যেতে পারে।’

গুইউ আরও বলেন, ‘ফেলিক্স যখন বলটা নিয়ন্ত্রণে নিলেন, দেখলাম ওদের রক্ষণের পেছনে কিছুটা ফাঁকা আছে। উনি আমাকে বলটা দিলেন, উনাই সিমনের বিপক্ষে আমি গোল করে ফেললাম। এত বড় মাপের একজন গোলকিপারের বিপক্ষে গোল করতে পারাটা আমার জন্য সম্মানের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here