স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে বড় মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তানজিদ হাসান তামিমের। তবে অভিষেক রাঙাতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি। মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তামিম। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
থিকশানার ক্যারম বলে লাইন পুরো মিস করেন তামিম। বল প্যাডে লেগেছে। সতীর্থ নাঈম শেখের সাথে কিঞ্চিত আলাপচারিতায় আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নেন নি তিনি। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে। বাংলাদেশের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হলেন তিনি।
এদিকে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে অভিষিক্ত বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার তামিম। ওপেনিংয়ে তাঁর সঙ্গী ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। লিটন দাস না থাকায় এই জুটি ইনিংসের গোড়াপত্তন করেন। তবে শুরুটা ভালো করতে পারেন নি অভিষিক্ত তামিম।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশঃ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।