স্পোর্টস ডেস্কঃ আইপিএলে গতির ঝড় তুলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পেলেও, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক করাতে পারেননি উমরান মালিক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছে। তবে বর্তমানে আয়ারল্যান্ড সফরে আছে ভারত দল। আর সেই সফরের প্রথম টি-টোয়েন্টিতে প্রতিক্ষার অবসান ঘটেছে উমরানের।
আইরিশদের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলেছেন ঘন্টায় নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা কাশ্মীরের এই পেসার। তবে নজর কাড়তে পারেননি বল হাতে। দল জিতলেও, অভিষেকটা মলিনই হয়ে থাকল উমরানের।
ভারতের উঠতি এই গতিতারকা বল করার সুযোগ পেয়েছেন মাত্র এক ওভার। যে এক ওভার বোলিং করেছেন, সেখানেও বেশ রান খরচ করেছেন। এক ওভারেই দিয়ে দিয়েছেন ১৪ রান।
অবশ্য ঘুরে দাঁড়ানোর সু্যোগও পাননি আর। ভারতের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া দ্বিতীয়বার বল তুলে দেওয়ার সাহস পাননি উমরানের হাতে। অবশ্য এতে খুব একটা দোষ দেওয়ার উপায় নেই হার্দিককে। কেননা ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল মাত্র ১২ ওভারে। বৃষ্টির কারণে সংক্ষিপ্ত করতে হয়েছে ম্যাচ।
যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে স্বাগতিক আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯.২ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা