স্পোর্টস ডেস্কঃ লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে শুরুটা ভালো হলো না হুলিয়ান আলভারেজের। স্বদেশী কোচ দিয়েগো সিমিওনের অধীনে নিজের অভিষেক ম্যাচে নিষ্প্রভ ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে দলও পায় নি জয়ের দেখা। লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গতরাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মাদ্রিদের দলটি।
অভিষেক ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন আলভারেজ। এই সময়টাতে মাঠে নিষ্প্রভ ছিলেন তিনি। দলকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল এনে দিতে পারেননি। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অ্যাথলেটিকোকে। এদিকে দলটির আলেক্সান্ডার সরলথ নিজের অভিষেক ম্যাচে পেয়েছেন গোলের দেখা। ম্যাচের ১৮ মিনিটের মাথাতেই গোল খেয়ে বসে সিমিওনের দল। গোল করেন ভিয়ারিয়ালের ডাচ ফুটবলার আরনাউ দানিউমা।
গোল হজমের পর ম্যাচ ফিরতে খুব একটা সময় নেয়নি অ্যাথলেটিকো। ২ মিনিট পরই গোল ফিরিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। ৩৭ মিনিটে ককের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। যদিও দায়টা বেশি ছিল গোলরক্ষক ইয়ান ওবলাকের। অ্যালেক্স বায়েনার করা ক্রস ওবলাক নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সরলথ। আর শেষপর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল। গত মৌসুমে লিগে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে থেকে শেষ করেছিল অ্যাথলেটিকো। এবার লিগ শুরুর ম্যাচেই পয়েন্ট হারাল দলটি।
এদিকে সিটির হয়ে নিজের প্রথম মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পান আলভারেজ। ওই মৌসুমের মাঝে আর্জেন্টিনার হয়ে জেতেন ২০২২ কাতার বিশ্বকাপ। সব মিলিয়ে ইতিহাদ স্টেডিয়ামের দলটির জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেন আলভারেজ। এই ক্লাবে থাকতেই সম্প্রতি জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। এরপর নতুন চ্যালেঞ্জ নিতেই পাড়ি জমান স্পেনে, অ্যাথলেটিকোয়। ২০২২ সালে স্বদেশের ক্লাব রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। পেপ গার্দিওলার দলের হয়ে ১০৩ ম্যাচে তার গোল ৩৬টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০