স্পোর্টস ডেস্ক:: ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম টি-২০ হেরেছিলো বিশ্বকাপ জয়ী ভারত। এবার দ্বিতীয় ম্যাচেই রান উৎসব করেছে দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে অভিষেক শর্মার সেঞ্চুরিতে মাত্র দুই উইকেট হারিয়ে তুলেছে ২৩৪ রান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা ভারত রীতিমতো তাণ্ডব চালিয়েছে জিম্বাবুয়ের বোলারদের উপর। অভিষেক শর্মা ২১২’র বেশি স্ট্রাইক রেটে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছেন। টিক শতরানের ইনিংসটি সাজিয়েছেন সাত চার ও আট ছক্কায়।
অভিষেকের দিনে কম যাননি তিনে নামা ঋতুরাজ গায়কোয়াড। এগারো চার ও এক ছক্কায় ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী হন ২২ বলে ৪৮ রান করা রিঙ্কু সিং। ২ রান করেছেন অধিনায়ক শুবমান গিল। তাতেই ভারত থেমেছে মাত্র দুই উইকেটে ২৩৪ রানে।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ১টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ২৩৫ রানের পাহাড় টপকাতে হবে জিম্বাবুয়েকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post