স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠে নামছে গল টাইটান্স। দলটি মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এর আগে হয়ে গেছে টস।
সেই টস জিতেছেন জাফনা কিংস অধিনায়ক থিসারা পেরেরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করবে দাসুন শানাকার নেতৃত্বাধীন গল টাইটান্স।
এই ম্যাচে গলের একাদশে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি সুপারস্টার দলটির হয়ে মাঠ মাতাচ্ছেন। তবে একাদশে নেই লিটন দাস। টুর্নামেন্টের শেষ দিকে এসে লিটনকে দলে নেয় গল। শনিবার এলপিএল খেলতে কলম্বোতে পৌঁছালেও আজকের ম্যাচের একাদশে দেখা যায়নি লিটনকে। যার ফলে পিছিয়ে গেল এই তারকার এলপিএল অভিষেক। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুনেরও। আসরজুড়েই বেঞ্চে বসে কাটাতে হচ্ছে এই বাংলাদেশিকে।
এদিকে জাফনার হয়ে আসরে শুরুতে খেলেছেন তাওহীদ হৃদয়। তবে ৭ ম্যাচ খেলেই দিন কয়েক দেশে ফিরে এসেছেন হৃদয়। বাকি টুর্নামেন্টে খেলবেন না। দেশে এসে স্কিল ক্যাম্পকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
জাফনা কিংস
থিসারা পেরেরা (অধিনায়ক), নিশান মধুশকা, রহমানউল্লাহ গুরবাজ, ক্রিস লিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, ডেভিড মিলার, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা ও নুয়ান থুসারা।
গল টাইটান্স একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), টিম সেইফার্ট, চাঁদ বওস, ভানুকা রাজাপাকসে, সোহান ডি লিভেরা, সাকিব আল হাসান, সেকুগে প্রসন্ন, লাহিরু সামারকুন, তাবরাইজ শামসি, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা