অভিষেক হলো না সিলেটের ক্রিকেটার ইবাদতের

0
44

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ক্রিকেটার ইবাদত হোসেন। বিমান বাহিনীর চাকুরী থেকে সরাসরি ক্রিকেটের রঙিন দুনিয়ায়। শৃঙ্খল জীবনের কঠীন পথ পাড়িয় দিয়ে চলে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রিকেটে। যেখানে আসতে তাকে পোহাতে হয়েছে অনেক কষ্ট।

ক্রিকেটহীন বিমান বাহিনীতেই একা একা চালিয়েছেন অনুশীলন। সেখান থেকে সুযোপ পেয়ে ছিলেন রবি পেসার হান্টে। যেটা দিয়ে ক্রিকেটের রঙিন দুনিয়া পা ফেলে ছিলেন ইবাদত। রবি পেসার হান্টে ঘন্টায় ১৩৯ কিলোমিটার গতিতে বল করে নজড় করে ছিলেন ক্রিকেট বোদ্ধাদের। হয়ে ছিলেন পেসার হান্টের সেরা বোলার।

এবার সুযোগ পেয়ে ছিলেন বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামার। তবে দলের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি তার। আজ শুক্রবার অভিষেক হয়ে গেলে প্রথম বারের মত খেলতেন ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসরে।

রবি পেসার হান্টের পর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি তাকে। ঘরোয়া ক্রিকেটের কোন বড় টুর্ণামেন্টে না খেললেও চলতি বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে সিলেট বিভাগীয় দলের হয়ে অভিষেক ঘটে তার।

এপর আর থেমে থাকেননি। ইংল্যান্ড একাদশের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছেন ওয়ানডে প্রস্তুুতি ম্যাচ। খেলেছেন দু’দিনের দু’টি প্রস্তুুতি ম্যাচও। ক্রমেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

এবার সুযোগ ছিলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলার। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামার কথা ছিলো ইবাদতের।

কিন্তুু বৃষ্টির বাঁধায় হয়নি। বিপিএলে ইবাদতের অভিষেক ম্যাচে বাঁধা দিয়েছে বৃষ্টি। না হলে আজ শুক্রবার প্রথম বারের মত ক্রিকেটের বড় মঞ্চ বিপিএলে অভিষেক হতো তার। খেলতে পারতেন দেশী-বিদেশী নামি-দামি খেলোয়াড়দের সঙ্গে। যা হয়তো আরো  দ্রুত তাকে নিয়ে যেতো জাতীয় দলের কাছে।

আজ শুক্রবার বিপিএলের চতুর্থ আসরে উদ্বোধনী ম্যাচে নামার কথা ছিলো ইবাদতের। রাজশাহী কিংসে খেলছেন ইবাদত। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ইবাদতের রাজশাহী কিংসের প্রতিপক্ষ ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে।

তবে বৃষ্টি বাঁধায় আজ অভিষেক না হলের অচিরেই হয়ে যেতে পারে। অভিষেকের জন্য কেবল অপেক্ষার সময়টা একটু বেড়েছে। বিপিএলে রাজশাহী কিংসের দ্বিতীয় ম্যাচ আগামি রোববার ৬ নভেম্বর দুপুর ২টায়। রাজশাহী কিংসের প্রতিপক্ষ এদিন রংপুর রাইডার্স। দলের একাদশে থাকলে সেদিনই অভিষেক হয়ে যাবে তার।

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচে ইবাদতের দল রাজশাহী কিংসে মুখোমুখি হওয়ার কথা ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা। ফলে  আম্পায়াররা বিকাল ৫টার দিকে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here